সান্তাহারে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে অপহরন

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে (১৮) অপহরনের অভিযোগে ৮ জনের নামে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ওই কলেজ ছাত্রীর বাবা আব্দুল গফুর বাদী হয়ে মামলাটি করেন।

দায়ের করা মামলায় জানায়ায়, উপজেলার সান্তাহার সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ুয়া ওই ছাত্রী পৌরসভা সংলগ্ন এলাকায় মামার বাড়ি থেকে লেখাপড়া করতেন। ফিরোজ নামের এক যুবক একসময় কলেজে ও পরবর্তীতে রাস্তঘাটে যাতায়াতের সময় ওই ছাত্রীর পথরোধ করে প্রেম নিবেদন করতো। একপর্যায়ে কলেজছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ফিরোজের পরিবারের লোকজনকে জানান। এতে ফিরোজ ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রীকে অপহরন করার হুমকি দেয়। এরপর গত ১৮ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় ওই কলেজ ছাত্রী মামার বাসা থেকে বেরিয়ে সান্তাহার মেইন রোডের দিকে কসমেটিক্সস সামগ্রী কিনতে আসলে মাইক্রোবাস যোগে ফিরোজসহ তার সহযোগিরা তাকে অপহরন করেন।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে অপহৃতা কলেজ ছাত্রীর বাবা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রখালী গ্রামের আব্দুল গফুর বাদী হয়ে একই গ্রামের ফিরোজ হোসেন ও তার বাবা আনোয়ার হোসেন, মাতা ফেন্সী বেগম, দেয়েল, একই গ্রামের চৌধুরীপাড়ার রাজু, রঘুনাথপুরের শাহিন ও আজরাপাড়ার আইয়ুবকে আসামী করে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কলেজ ছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারে জোড় তৎপরতা চলছে।