সান্তাহারে দূর্গা মন্দিরে ৪ প্রতিমার মাথা ভাঙলো দুর্বৃত্তরা

আদমদীঘি প্রতিনিধি

রাতের অন্ধকারে বগুড়ার আদমদীঘির সান্তাহার হাউজিং এস্ট্রেট সর্বজনীয় দূর্গামন্দিরে ঢুকে কালী, লক্ষী, শিব ও স্বরসতী প্রতিমার মাথা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীতে ঘটনাটি ঘটে বলে জানাযায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার কুন্ডু জানান, হাউজিং কলোনীর হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মন্দিরে পূজা করে থাকেন। দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় মন্দিরে প্রবেশ করে ৪টি প্রতিমার মাথা ভেঙে ফেলে। শনিবার সকালে চঞ্চল কুন্ডু মন্দিরে প্রণাম করার সময় ঘটানাটি দেখতে পেয়ে আমাদের জানায়।  

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশিত দেবনাথ বাপ্পা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, থানায় অভিযোগ দায়ের করা হবে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বের করে আইনের আওতায় আনার জন্য তিনি জোড় দাবী জানান। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আধাঁরে কে বা কারা ঘটনাটি ঘটায়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

স/অ