সান্তাহারে দুই শতাধিক মানুষের মাঝে এসএসসি ১৯৮৯ ব্যাচের ইফতার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সান্তাহার স্টেশন, রেলগেট চত্বর ও স্টেশন রোডের পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরনকালে উপস্থিত ছিলেন- এসএসসি ১৯৮৯ ফাউন্ডেশনের আহবায়ক মোশাররফ হোসেন, একই ব্যাচের শিক্ষার্থী মাহাফুজুল হক টিকন, চঞ্চল, সোহেলী, কবিতা, রেজাউল, সেলিম, মিঠু, ডাবলু, মানিক, বাচ্চু, জুম্মা, কাজল, লাড্ডু, আনজু প্রমূখ।

মোশাররফ হোসেন জানান, সান্তাহার ও পাশর্^বর্তী এলাকার ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা একত্র হয়ে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরআগে দুই শতাধিক শিক্ষার্থীদের সমন্বয়ে ‘এসএসসি ১৯৮৯ ফাউন্ডেশন’ করা হয়েছে। এর মাধ্যমে আমরা আগামী দিনে সকল বন্ধুরা মিলে পুণর্মিলনী অনুষ্ঠান এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুদের বন্ধুত্ব অটুট রাখতে পারি।