শনিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সানি লিওনকে শ্লীলতাহানি!

Paris
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘নীল’ ছবির তারকা হিসেবে যাঁর খ্যাতি, সেই সানি লিওন নাকি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন! এবার ‘#মি টু’ প্রচারণার সঙ্গে যুক্ত হলেন ভারতের বিতর্কিত এই নায়িকা। সম্প্রতি বাজ ফিড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, ১৮ বছর বয়সে এমনই এক অভিজ্ঞতা হয়েছিল তাঁর। একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন। ওই গানে কাজ করেছিলেন একজন র‍্যাপার। তিনিও ছিলেন ওই শুটিংয়ে। তিনি সানির সঙ্গে আপত্তিকর আচরণ করেন। সানি লিওন তখন একবারেই নতুন। তার পরও শুটিং স্পটেই তিনি এর প্রতিবাদ করেছিলেন।

সানি লিওনসানি লিওন

এ ছাড়া ‘করনজিৎ কাউর: দ্য আনটোল্ড স্টোরি’ তথ্যচিত্রেও এই ঘটনার কথা বলেছেন সানি লিওন। তিনি বলেন, ‘ওই ঘটনায় আমি খুবই বিরক্ত হয়েছিলাম। সোজা চলে যাই প্রযোজক আর পরিচালকের কাছে। তাঁদের কাছে অভিযোগ করি। তাঁদের শর্ত দিই, ওই র‍্যাপারকে কাজ থেকে বাদ দিতে হবে। তা না হলে আমি আর এই কাজের সঙ্গে থাকব না।’ সানি লিওন আরও বলেছেন, ‘প্রযোজক আর পরিচালককে বলেছি, আপনাদের আমাকে দরকার। এই মিউজিক ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ। শুটিংয়ে যদি লোকটি থাকে, তাহলে আমি কাজ করতে পারব না। তাকে বলে দিন আমার ধারে কাছে যেন না আসে।’

সানি লিওনসানি লিওন

যিনি সবার কাছে ‘নীল’ ছবির তারকা হিসেবে পরিচিত, তাঁর নিজের জীবনে এমন ঘটনার মুখোমুখি হওয়ায় অবাক হয়েছেন অনেকেই। ‘করনজিৎ কাউর: দ্য আনটোল্ড স্টোরি’ তথ্যচিত্রে সানি লিওন বলেছেন, ‘সেটা আমার জন্য ছিল কঠিন সময়।’

এখন ‘নীল’ ছবির তারকা সানি লিওন ‘#মি টু’ প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে তুলে ধরেছেন নিজের জীবনের না বলা কথা। আর ‘# মি টু’ প্রচারণায় তাঁকে স্বাগত জানিয়েছেন এর সঙ্গে যুক্ত অনেকেই।

সর্বশেষ - বিনোদন