সাত দফা দাবীতে নাটোরে লঘু সম্প্রদায়ের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, সুরক্ষা আইন প্রনয়ন এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ সাত দফা দাবীতে নাটোরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান এবং পুজা উদযাপন পরিষদ।

 

শনিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬সাল জুড়েই সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়ি-ঘর ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ দেশ স্বাধীনের সময় সকল সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহন করেছিল। তাই সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে দেশ রক্ষা করা যাবেনা।

 

এই অবস্থায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্র বাস্তবায়নে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, সুরক্ষা আইন প্রনয়ন এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ সাত দফা দাবী বাস্তবায়ন করতে সরকারের কাছে জোর দাবী জানানো হয়।

 

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নগেন রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

এছাড়া মানববন্ধনে দশটির মতো সংগঠন অংশ গ্রহন করে।