সাকিববিহীন দলে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন ভারত সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে অধিনায়ক করে মঙ্গলবার নতুন করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল ৩০ অক্টোবর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ দল।

ভারত সফরকে সামনে রেখে আগেই দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাননি সাকিব। যে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে।

তবে আইসিসির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় সাকিবের শাস্তি এক বছর স্থগিত করা হয়েছে।

সাকিব নিষিদ্ধ হওয়ার কারণে তার পরিবর্তে ভারত সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর সাকিবের পরিবর্তে দলে ফিরেছেন তাইজুল ইসলাম।

এছাড়া সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন। তারা খেলবেন তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন দেশ সেরা ওপেনার তামিম।

অন্যদিকে চোটের কারণে বাদ পড়ে যান মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে খেলবেন আবু হায়দার রনি।