সাকিবকে নিয়েই ব্যাটিংয়ে কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েছেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

২০১২ পর ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে কেকেআর। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির দুইবারের শিরোপা জয়ে অনন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত ছয় বছর শিরোপা জয়তো দূরে থাক, ফাইনালেও উঠতে পারেনি কেকেআর। ছয় বছরের সেই খরা এবার ঘুচাতে চায় কলকাতা নাইট রাইডার্স।

শিরোপা জয়ের টার্গেটেই ২০১৭ সালের পর সাকিব আল হাসানকে ছেড়ে দেয়া কেকেআর এবার আবারও দলে নিয়েছে। কেকেআরের শিরোপা জয়ের লড়াইয়ের নেতৃত্ব এবার থাকছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভাজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মাণিশ পান্ডিয়া, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন।