সাইবার অপরাধীরা হাতিয়ে নিয়েছে ৪৯ বিলিয়ন ডলার

২০২০ সালে সাইবার অপরাধীরা রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৩.৬ ট্রিলিয়ন রুবল (৪৯ বিলিয়ন ডলার)। এ তথ্য প্রকাশ করেছে দেশটির বৃহত্তম ঋণদাতা এসবারব্যাংক।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া তাদের নাগরিকদের নগদ লেনদেন সীমিত করে ব্যাংক কার্ড ব্যবহারে উৎসাহিত করেছে। দেশটিতে ব্যাংক কার্ড সংক্রান্ত সাইবার অপরাধ এ বছর ৫০০ গুণ বেড়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

এসবারব্যাংকের ডেপুটি চেয়ারম্যান স্ট্যানিস্লাভ কুজনেটসভ রয়টার্সকে জানান, ব্যক্তিগত ব্যবসা এবং সাধারণ রাশিয়ানরা সাইবার হামলার মূল লক্ষ্য ছিল, রাষ্ট্রীয় পরিষেবাগুলো অনেক বেশি সুরক্ষিত প্রযুক্তির।

তিনি বলেন, বেসরকারি খাত সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া থেকে শুরু করে দরপত্রের নথি পর্যন্ত- সবকিছুই হ্যাকারদের লক্ষ্যবস্তু। ডার্ক ওয়েবে রাশিয়ান অ্যাকাউন্টের সংখ্যা ২.৩ মিলিয়ন, যেখানে চুরি করা ডেটা বিক্রয় হয়ে থাকে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকটির মতে, জার্মানি, ইউক্রেন এবং ভেনিজুয়েলার পাশাপাশি রাশিয়ান হ্যাকাররা সাইবার অপরাধী হিসেবে কাজ করছে।