সাংবাদিক পাপ্পুর ওপর হামলাকারীদের শাস্তির দাবি সাংবাদিক সংস্থার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে আওয়ামী লীগের সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক(২) এবং সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান হাবিবুর রহমান পাপ্পুর ওপর হামলার ঘটনায় বাগমারা উপজেলা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস)

সংস্থার আঞ্চলিক কার্যালয়ের সভায় সভাপতি আবু বাক্কার সুজন ও সাধারন সম্পাদক হোসাইন মোঃ মোবারক এক বিবৃতিতে এ নিন্দা জানান। এসময় সংস্থার সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্যরাও এর প্রতিবাদ ও নিন্দা জানান।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) পাপ্পুর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে উল্লেখ করেন, সাংবাদিক পাপ্পুর ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না।

পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং তার ক্যামেরা ভাঙচুরের ঘটনা কোনভাবেই কাম্য নয়। যে কারণে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সংস্থা।

স/অ