সাংবাদিক নদীকে হত্যার ঘটনায় আরসিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

বুধবার আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটি ও সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ’র এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, দেশে সাংবাদিককে লাঞ্ছনা, হয়রানি ও হত্যার প্রধান কারণ হচ্ছে এরকম ন্যাক্কারজনক ঘটনার বিচার না হওয়া। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কঠোর প্রদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তারা। পাশাপাশি নদীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স/শ