মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, লটারি ২৪ ডিসেম্বর

Paris
নভেম্বর ২৬, ২০১৯ ৮:১৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা মহানগরীর সরকারি স্কুলগুলোতে ২০২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তিনটি গ্রুপে ভাগ করে ঢাকা মহানগরীর সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ১৮ ডিসেম্বর এ গ্রুপের স্কুলগুলোর মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। আর ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরীর সরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণির ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

ঢাকার সরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়া হবে ভর্তি পরীক্ষা। আর জেএসসি বা জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে সরকারি স্কুলের শূন্য আসনে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি স্কুলগুলোতে ভর্তির আবেদন গ্রহণ। আর ১৪ ডিসেম্বর পর্যন্ত টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (http://gsa.teletalk.com.bd) মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। আর এসএমএসের মাধ্যমে টেলিটক মোবাইল থেকে ফি দেওয়া যাবে।

ঢাকা মহানগরীর ৪২টি সরকারি স্কুলকে তিনটি গ্রুপে ভাগ করে ২০২০ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৮ ডিসেম্বর এ গ্রুপের ১৪টি স্কুলের, ১৯ ডিসেম্বর বি গ্রুপের ১৪টি স্কুলে এবং ২০ ডিসেম্বর সি গ্রুপের ১৪টি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৪ ডিসেম্বর তিন গ্রুপের স্কুলগুলোতে ১ম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। ২য় ও ৩য় শ্রেণিতে ৫০ নম্বরে এক ঘণ্টার আর ৪র্থ থেকে ৮ম শ্রেণিতে ১০০ নম্বরের দুই ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - শিক্ষা