সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা চায় রাবির প্রতিবন্ধী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাবি:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ রাবি শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর দশ শতাংশ প্রতিবন্ধী। সম্প্রতি প্রধানমন্ত্রী কোটা না রাখার যে ঘোষণা দিয়েছেন তাতে আমাদের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে পিছেয়ে পড়বে। এই দশ শতাংশ প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের সুষম উন্নয়ন কখনও সম্ভব হবে না।

বক্তারা আরো বলেন, অন্য দশটি সাধারণ মানুষের মতো আমাদের জীবন নয়। একটি চাকরির পর্যায়ে পৌঁছুতে আমাদের অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করতে হয়। কোটা আমাদের অধিকার। যেটা আমাদের ন্যায্য পাওনা সেটার জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নামা দুঃখজনক। করুণা নয়, আমরা আমাদের অধিকার ফিরে চাই। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকুরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার প্রজ্ঞাপন জারির দাবি জানান।

সংগঠনের আহ্বায়ক হুমায়ুন কবীরের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, নুরুজ্জামান সোহেল, সংগঠনের সদস্য মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়াও কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন রাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. গোলাম কিবরিয়া।

স/অ