সভ্যতার বিবর্তনে কিভাবে বদলেছে অন্তর্বাস জানেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্তর্বাস, যা শুনলে প্রথমেই মনে পড়ে তা হল ‘ইয়ে অন্দর কি বাত হ্যাঁয়!’ ভিতরের কথা হলেও অনেকই খোলা-খুলি অন্তর্বাস নিয়ে কথা বলতে পছন্দ করেন বা সঙ্কোচে থাকেন না৷ ঝড়-জল, রোদ-বৃষ্টি থেকে আমাদের বিশেষ অংশকে তো এটাই রক্ষা করে৷ তাকে নিয়ে কথা বলতে সঙ্কোচ কিসের? আধুনিকতায় সঙ্গে গা ভাসিয়ে নিত্যনতুন অন্তর্বাসে এখন নিজেদের মানিয়ে নিচ্ছে মানুষ৷ তবে এমনও কিছু অন্তর্বাস রয়েছে যা দেখলে আপনি বাধ্য হয়ে বলবেন, ‘ভাগ্যিস! আমাকে গায়ে চড়াতে হয় নি’৷

১৷ Kynodesme: উনিশ শো খ্রিস্টপূর্বাব্দে, গ্রিসে প্রথম তৈরি হয়েছিল এই ধরনের পুরুষদের অন্তর্বাস৷ তবে একে অনেকে অন্তর্বাস বলতে রাজি নয়৷ কারণ একটি দড়ির মাধ্যমে পুরুষাঙ্গকে বেধে রাখা হত মাত্র কেবল৷ তবে গ্রিকদের প্রাত্যহিক জীবনে এই অন্তর্বাসের প্রচলন ছিল না৷ বিশেষ কোন অনুষ্ঠানে ব্যবহার করা হত এই অন্তর্বাস৷

২৷ Codpieces: পনেরো শো-ষোলো শো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই ধরনের অন্তর্বাস৷ মূলত যুদ্ধক্ষেত্রে সেনারা ব্যবহার করত এই ধরনের অন্তর্বাস৷

৩৷ Bullet Bra: ১৯৫০-৬০ সময়ে বাজারে এসেছিল মহিলাদের এই অন্তর্বাস৷ বন্দুকের বুলেটের মতো দেখতে, তাই এর নাম দেওয়া হয়েছে বুলেট ব্রা৷

৪৷ Nipple Bras: বুলেট ব্রায়ের বাজার পড়তে থাকে যখন বাজারে আসে নিপল ব্রা৷ ১৯৭০-এর দিকে বাজারে দেখতে পাওয়া যেত এই ধরনের মহিলাদের অন্তর্বাসকে৷

৫৷ Pasties: ২০১৬-য় বাজারে আসার পরে বর্তমান সময়ে সবচেয়ে বেশই ব্যবহৃত মহিলা অন্তর্বাস এটি৷ আধুনিকতার ও যৌনতার অবাধ মেলবন্ধনে তৈরি এই অন্তর্বাস৷