সভ্যতার তিন চমক…

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রথমে কথা ছিল, সংগীতশিল্পী সভ্যতার ‘যদি থাকত ডানা’ গানটি প্রকাশ হবে আগামী ডিসেম্বর মাসে। এবার জানালেন, গান নয়, আস্ত একখানা অ্যালবাম আসছে তার। তাও এটি সপ্তাহেই।
অ্যালবামের নাম রাখা হয়েছে গানের স্বনামেই- যদি থাকত ডানা। এটিই তার প্রথম একক অ্যালবাম।
সভ্যতা বললেন, ‌‘আগামীকাল (মঙ্গলবার) জিপি মিউজিকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা আছে। তখনই ঘোষণা দেব অ্যালবামটি কবে আসবে। তারাই অ্যালবামটি প্রকাশ করছে। তাদের ফেসবুক পেজ থেকে কাল শ্রোতাদের সঙ্গে লাইভেও অংশ নেব।’
অ্যালবামে গান থাকছে ৭টি। এরমধ্যে ৬টি গান সুর ও কথা লিখেছেন সভ্যতা নিজে।
আর তার দ্বিতীয় চমক হলো- তিন কবির তিনটি গানের মিশ্রণে তৈরি গান। নতুন অ্যালবামে গানটি রাখা হয়েছে।
তিন কবির গানগুলো হলো- দ্বিজেন্দ্রলাল রায়ের ‌‘ধন ধান্যে পুষ্পেভরা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে’ ও কাজী নজরুল ইসলামের ‌‘দাও শ্বর্য’। গানগুলোর সংগীত করেছেন শাহরীন শাহরিয়ার, সামিউল ওয়াহিদ, আলিফতার সরকার রাজ।
অ্যালবামের সঙ্গে থাকছে একটি ভিডিও। ‘এখানে পথ আমার’ নামের এ গানের ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ জামান। আর ভিডিওটিতেই রাখা হয়েছে মূল চমক। এ শহরের পরিচিত কিন্তু অদ্ভুত কিছু এতে থাকছে- বলেছেন সভ্যতা।

সূত্র : বাংলাট্রিবিউন