সবচেয়ে বেশি সঠিক উত্তর দেয় গুগল অ্যাসিস্ট্যান্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্মার্ট স্পিকারের বাজারে সবচেয়ে ভালো অবস্থানে থাকলেও সঠিক উত্তর দেবার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে অ্যামাজনের অ্যালেক্সা। এক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

এমনকি অ্যাপলের সিরির চেয়েও বেশি সঠিক উত্তর দিয়ে সবার উপরে রয়েছে গুগলের এই সেবা।

২০১৮ সংস্করণের ‘স্মার্ট স্পিকার আইকিউ টেস্ট’ নামের একটি পরীক্ষা চালিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘লোউপ ভেঞ্চার’। সেখানে গুগল অ্যাসিস্ট্যান্টকে স্মার্ট স্পিকার হিসেবে ধরা হয়েছে।

সেই পরীক্ষায় দেখা গেছে, গুগল অ্যাসিস্ট্যান্ট চলতি বছরে তাকে করা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ৮৭ দশমিক ৯ শতাংশ। যা আগের বছর দিয়েছিল ৮১ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে অ্যামাজনের অ্যালেক্সা তাদের ইকো স্মার্ট স্পিকারের সাহায্যে সঠিক উত্তর দেবার পরিমাণ গত বছরের চেয়ে বেশি। এবার অ্যালেক্সা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে ৭২ দশমিক ৫ শতাংশ। যা ২০১৭ সালে ছিল ৬৩ দশমিক ৮ শতাংশ।

মাইক্রোসফটের কর্টানা ৫৬ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে এবার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ৬৩ দশমিক ৪ শতাংশ।

মজার ব্যাপার হলো, অ্যালেক্সা শপিং ক্যাটাগরিতেও শীর্ষস্থানে থাকতে পারেনি। অথচ অ্যামাজন বিশ্বের ই-কমার্সে এখন নেতৃত্ব দিচ্ছে বললে একটু বাড়িয়ে বলা হবে না।

অন্যদিকে কোন পণ্য সম্পর্কে যখনই গুগল হোমকে কিছু জিজ্ঞেস করা হয়েছে তার সঠিক জবাব এসেছে বেশি।

গুগল অ্যাসিস্ট্যান্টকে অন্তত ৮০০ প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। যার ৯৯ শতাংশই সে সঠিকভাবে বুঝতে পেরেছে বলে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।

সেই হিসাবে অ্যাপলের সিরি ৭৪ দশমিক ৬ শতাংশ প্রশ্ন সঠিকভাবে বুঝতে পেরেছে। যা আগেরবার ছিল ৫২ শতাংশ।

প্রতিষ্ঠানটি বলছে, পাঁচ ক্যাটাগরিতে করা গবেষণাটির সবকটিতেই গুগল অ্যাসিস্ট্যান্ট শীর্ষস্থানে রয়েছে।

ইকোনোমিক টাইমস অবলম্বনে