সঠিক পথের সন্ধানে সারিকা

মডেলিং দিয়ে অল্প বয়সেই মিডিয়ায় আসেন সারিকা। পরে নাটকেও অভিনয় শুরু করেন। দুই মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। বলা যায় কয়েক বছর একচেটিয়া কাজ করে যান এই মডেল অভিনেত্রী। সাফল্যের চূড়ায় থাকা অবস্থাতেই শুরু হয় জটিলতা।

ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের কারণে মিডিয়ার কাজে অমনোযোগী হতে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। যোগাযোগহীনতা, হঠাৎ উধাও হয়ে যাওয়াসহ কিছু কারণে নির্মাতারাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে থাকেন।

এমতাবস্থায় বিয়ে করে সংসারি হওয়ায় চেষ্টা করেন সারিকা। কিন্তু খুব বেশিদিন তার সংসার টিকেনি। স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়া, মাতৃত্ব, এসব কারণে কিছুদিন একেবারেই নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে ফেরেন তিনি। কিন্তু ততদিনে তার আগের সেই স্থান দখল করে নেন অনেকে। ফেরার পরও কয়েকবার নির্মাতাদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যার কারণে সমালোচিত হন সারিকা। তবে সেই সমস্যা কাটিয়ে অভিনয় ক্যারিয়ারকে সক্রিয় করার কাজে মগ্ন হন সারিকা।

একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। নাটকের শীর্ষ অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে বর্তমানে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। খুব সুশৃঙ্খলভাবেই এগিয়ে নিচ্ছেন অভিনয় ক্যারিয়ার। করোনাকালেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বিশেষ করে গত দুই ঈদে একগুচ্ছ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রায় প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় ঈদের পরও এখন নাটকে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে সারিকা বলেন, আমি কয়েক বছর ধরেই নিয়মিত অভিনয় করছি। দর্শকও আমার অভিনীত নাটক আগ্রহ নিয়ে দেখছেন। তাই জীবনের ঝুঁকি নিয়েও অভিনয়ে সময় দিচ্ছি। সবাই বেশ সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছেন আমাকে। এটি খুবই ভালোলাগার একটি বিষয়। দর্শক যতদিন আমার অভিনয় দেখবেন ততদিনই অভিনয় চালিয়ে যাব।

সারিকার এই মনোযোগী হওয়াতে নির্মাতা থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষীরাও আনন্দিত। বর্তমান সময়ের এ ধারাবাহিকতা বজায় থাকলে বেশ মসৃণ হবে তার আগামীর সময়গুলো- এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা।

 

সূত্রঃ যুগান্তর