‘বৃদ্ধাশ্রম’ নিয়ে এসডি রুবেলের অপেক্ষা

জনপ্রিয় গায়ক হিসেবেই পরিচিত এসডি রুবেল। এক সময় সিনেমার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এবার গানের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। প্রথমবার ছবি পরিচালনা করেছেন। এটির নাম ‘বৃদ্ধাশ্রম’।

দুই বছর আগে এটি সেন্সর সার্টিফিকেটও পায়। তবে যে সময় এটি মুক্তির জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই শুরু হয় করোনাকাল। এরপর থেকে অপেক্ষার পালা দীর্ঘায়িত হতে থাকে। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ ছিল দীর্ঘদিন। সম্প্রতি তা খুললেও দর্শক প্রায় নেই বললেই চলে।

এমতাবস্থায় ছবিটির মুক্তি নিয়ে চিন্তিত এসডি রুবেল।

এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক শখ এবং পরিশ্রম দিয়েই ছবিটি নির্মাণ করেছিলাম। সামাজিক বক্তব্যনির্ভর এ ছবিটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছি। কারণ বিনোদনের পাশাপাশি এতে সামাজিক সচেতনতামূলক অনেক বিষয় রয়েছে। চলতি বছরের শেষের দিকে এটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

এদিকে গানেও সক্রিয় আছেন এই সংগীত শিল্পী। কিছুদিন আগে ‘তোমাকে দেখার পর’, ‘আবেগপ্রবণ হয়ে’ এবং ‘তোর মাঝে বাঁচি আমি’ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। গানগুলো প্রকাশ হয়েছে এসডি রুবেল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে।

 

সূত্রঃ যুগান্তর