সচিনকে কি টপকে যাবেন বিরাট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিরাট কোহলির অপরাজিত ১২৯ রানের ইনিংসে এখনও মজে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। প্রোটিয়াদের হারিয়ে হেলায় সিরিজ জয়ের পরে মুখরক্ষার ম্যাচেও জারি থেকেছে বিরাট-ম্যাজিক। কেরিয়ারের ৩৫তম ওয়ানডে শতরানের পরে উঠে গিয়েছে প্রশ্ন। সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের বিশ্বরেকর্ড ভাঙতে আর কতদিন নেবেন কিং কোহলি? প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ ভবিষ্যদ্বাণী করেছেন কোহলি সচিনের রেকর্ড তো ভাঙবেনই, বরং অনেক এগিয়ে তিনি শেষ করবেন ৬২টি শতরানে! এবার মুখ খুললেন মহারাজ। সৌরভও জানালেন এ বিষয়ে তাঁর মত।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যদি এভাবেই খেলে যায় বিরাট, তাহলে রেকর্ডটা ওই করবে।’’ নিজের দীর্ঘ কেরিয়ারে অনেক উত্থান পতন দেখেছেন দাদা। সেই অভিজ্ঞতার ছাপ দেখা গিয়েছে তাঁর এদিনের বক্তব্যেও। তিনি বলেন, ‘‘ফর্ম জিনিসটা ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ। এখনও ১৪টা শতরান কিন্তু বাকি। অর্থাৎ এখনও অনেকটা পথ যেতে হবে। তবে যদি কেউ যদি সচিনের ৪৯ শতরানের রেকর্ড টপকাতে পারে তাহলে বিরাটই পারবে।’’

বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়ে মহারাজ বলেন, ‘‘আমি সিরিজের শুরুতেই বলেছিলাম, কোহলি ভাল খেললে ভারতও ভাল খেলবে।’’ কোহলির ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে সৌরভ বলেন, ‘‘আমি সচিনকে দেখেছি। এই ছেলেটা ওয়ানডেতে সেই জায়গাতেই এসে পৌঁছেছে।’’