সংসদ নির্বাচনে জয় পেতে হলে সিটি নির্বাচনে জয়ের বিকল্প নেই: লিটন

নিজস্ব প্রতিবেদক:
নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রাচীন এই বিভাগীয় শহরে রাজশাহীতে বর্তমানে ছয়টি আসন, বৃহত্তর রাজশাহীতে ১৯টি আসন আর রাজশাহী বিভাগে ৩৯টি আসনের সবগুলোতে আওয়ামী লীগের জয়যাত্রা নিশ্চিত করতে হলে সিটি করপোরেশনে জয়লাভের বিকল্প ছাড়া অন্য কোনো পথ নেই। তাই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়লাভ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে।
অনুষ্ঠানে সরকারের উন্নয়নের ১০ বছরের প্রামাণ্যচিত্র ‘দিন বদলের দিন’ এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী  বাঘা-চারঘাট আসনের এমপি শাহরিয়ার আলম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট সমাজ সেবী শাহীন আকতার রেণী, সাবেক মন্ত্রী জিনাতুন নেছা তালুকদার, নারী সংরক্ষিত আসনের সাংসদ বেগম আকতার জাহান এমপি, রাবির উপ-উপচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, (রাবি) সাবেক উপাচার্য সাইদুর রহমান খান, অ্যাডভোকেট লোকমান আলী।
এ সময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/শ