সংক্রমণ নিয়েই ফের নির্বাচনী সমাবেশের ঘোষণা ট্রাম্পের

ফের নির্বাচনী প্রচারণা সমাবেশ শুরুর জন্য প্রস্তুত রয়েছেন ঘোষণা দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখন ‘সম্পূর্ণ’ ভালো বোধ করছেন। কিন্তু ট্রাম্প আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেলেও হোয়াইট হাউস থেকে তার শীরীরিক অবস্থা নিয়ে সামান্যই তথ্য জানানো হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, মাত্র চার সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে অর্ধকোটিরও বেশি আমেরিকান ডাকযোগে ভোট দিয়েছেন। এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার মনযোগ নির্বাচনের দিকে ফেরাতে চাইছেন। এ কারণেই ফের নির্বাচনী প্রচারণা শুরুর ওপর জোর দিচ্ছেন তিনি।

কিন্তু হোয়াইট হাউসের তৈরি ভিডিও ফুটেজ ছাড়া গত সোমবার থেকে প্রকাশ্যে ট্রাম্পকে দেখা যায়নি এবং হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরার আগে চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে সামান্য তথ্যই জানিয়েছে।

তবে ট্রাম্পের দাবি, তার শরীরে আর করোনার সংক্রমণ নেই। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি। সত্যি অবস্থা ভালো। আমি মনে করি সম্পূর্ণ ভালো।’

করোনায় আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবারের মতো কোনো সাক্ষাতকারে ট্রাম্প আরও বলেন, ‘আমার অবস্থা এতটাই ভালো যে আমি আজ রাতেই একটি সমাবেশ করতে পারলে খুশি হবো। সংক্রমিত করার ঝুঁকিতে আছি বলে মনে করছি না।’

তবে ট্রাম্পের দাবির পক্ষে কোনো তথ্য হোয়াইট হাউস দেয়নি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, উপসর্গ না থাকলেও অন্তত দশ দিন কোনো ব্যক্তিকে আইসোলেশনে থাকতে হবে। কিন্তু ট্রাম্পের চিকিৎসকদের তথ্যমতে তিনি আক্রান্ত হন ১ অক্টোবর। অতএব সোমবারের আগে তার জনসম্মুখে আসা উচিত নয়।

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার হার কম হলেও সিডিসির পরামর্শ, কোনো ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থও হলেও তার মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানা উচিত তার।

সবশেষ কবে করোনা পরীক্ষায় ট্রাম্প নেগেটিভ হয়েছেন সেই তথ্য হোয়াইট হাউস কাউকে জানাচ্ছে না। এতে করে বোঝা যাবে যে তিনি কবে আক্রান্ত হয়েছিলেন। হোয়াইট হাউসের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আলিশা ফারাহ বলছেন, ‘এসব তথ্য ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য।’

 

সূত্রঃ জাগো নিউজ