শ্রীলঙ্কার টেস্ট দলে বিকল্প চামিকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়া সফরে ইনজুরি তালিকা দীর্ঘ হচ্ছে শ্রীলঙ্কার। বার বার চোট আঘাতে বিপদে পড়ে গেলো তাদের পেস বোলিং বিভাগ। অজিদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন দুশমন্থ চামিরা। আগেই চোট পেয়ে ছিটকে যাওয়া লাহিরু কুমারার সঙ্গে শ্রীলঙ্কা ফিরে যাচ্ছেন তিনি।

চোটের কারণে শুধু বর্তমান টেস্টেই নয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও থাকা হচ্ছে না দুশমন্থ চামিরার। সুস্থ হতে হতে তার সময় লাগবে ৬ সপ্তাহ। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম টেস্ট ১৩ ফেব্রুয়ারি।

এই সিরিজের আগে নুয়ান প্রদীপকে হারিয়েছে শ্রীলঙ্কা। তার পর লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল জানালেন আরও দুঃসংবাদ। এবার গোড়ালির চোটে পড়েছেন চামিরা। এরফলে বিকল্প হিসেবে দলে ডাক পড়েছে এখনও অভিষেক না হওয়া ২২ বছর বয়সী পেসার চামিকা করুনারত্নের। চামিকা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়াতেই কপাল খুলেছে তার। ৯৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে করেন অপরাজিত ১০০ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু হবে ১ ফেব্রুয়ারি।