শ্রীলংকার বিরুদ্ধে লড়াই শেষে যা বললেন মমিনুল

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দল। শ্রীলংকার করা ৩৯৭ রানের জবাবে ৬৮ রান লিড নিয়ে ৪৬৫ রানে থামে স্বাগতিকরা।

৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুধবার চতুর্থ দিনের শেষ বিকালে ৩৯ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা। বৃহস্পতিবার শেষ দিনে ২৬০/৬ রান নিয়ে ম্যাচ ড্র মেনে নেয় লংকানরা।

চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, দ্বিতীয় ইনিংসটা কিছুটা হতাশাজনক হলেও দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন সাকিব। আমরা নিশ্চিত শরিফুলকে মিস করেছি, কিন্তু আমরা তাকে কভার করতে পেরেছি।

মুমিনুল আরও বলেন, সাকিবের মতো তাইজুলও জানেন দলে তার ভূমিকা কী? দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত বোলিং করেছে। টেস্টে উন্নতির জন্য আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরও ভালো করতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা ১ম ইনিংস: ১৫৩ ওভার ৩৯৭/১০ রান (ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম হাসান ৬/১০৫, সাকিব ৩/৬০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভার ৪৬৫/১০ রান (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, মাহমুদুল হাসান ৫৮; কুসান রাজিথা ৪/৬০, আসিথা ফার্নান্দো ৩/৭২)।

শ্রীলংকা ২য় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬ রান (ডিকভেলা ৬১*, করুনারত্নে ৫২, কুশল মেন্ডিস ৪৮, দিনেশ চান্দিমাল ৩৯*;তাইজুল ৪/৮২)।

সূত্র: যুগান্তর