শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭.৩ ডিগ্রি: বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এখন তীব্র শীত আর কুয়াশায় আচ্ছন্ন। সাথে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমে দ্বিতীয়বার রেকর্ডকৃত শ্রীমঙ্গলের সবনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।