শ্রীদেবীর শরীর পেতে এটাই করেছিলেন অনিল আম্বানি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শনিবার গভীর রাতে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী শ্রীদেবী। যা নিয়ে আলোচনা চলছে সমগ্র দেশ জুড়ে।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রথমে জানা গিয়েছিল যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই নায়িকা। পরে ক্রমশ ঘনীভূত হয়েছে শ্রীদেবীর মৃত্যু রহস্য।

সমগ্র বিশ্বে বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

নায়িকা শ্রীদেবীর প্রাণ হীন শরীর দেশে নিয়ে আসতে দুবাইতে চার্টার্ড বিমান পাঠিয়ে দিয়েছিলেন বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। রবিবার দুপুর দেড়টা নাগাদ রিলায়েন্স ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল লিমিটেডের সেই বিশেষ রওনা হয়ে যায় দুবাইয়ের উদ্দেশ্যে। ১৩ আসনের ওই প্রাইভেট বিমানের পরিচিত নাম এমব্রেয়ার-১৩৫বিজে।

মঙ্গলবার রাতের দিকে মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীদেবীর মৃত দেহ। অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন শিল্পপতি অনিল আম্বানি। শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে হাজির হয়েছেন বলিউডের তারকারা৷ এসেছেন প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রহমান, শাবানা আজমি, সলমন খান সহ অন্যান্য কালকুশলীরা৷

বুধবার পবন হংস কপ্টারে শ্রীদেবীর দেহ নিয়ে যাওয়া হবে ভিলে পার্লে৷ সেখানেই হবে শেষকৃত্য৷ কলকাতা 24