সোমবার , ১১ জুলাই ২০১৬ | ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শোলাকিয়া হামলায় জাহিদুল ১০ দিনের রিমান্ডে

Paris
জুলাই ১১, ২০১৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: শোলাকিয়ায় ঈদগাহে জঙ্গি হামলা মামলায় আসামি জাহিদুল হককে ১০ দিনে রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১০ জুলাই) রাতে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমল গ্রহণকারী বিচারক আ. সালাম খান এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. মোর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর আসামি শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১০ জুলাই) দুপুরে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আটক দু’জনসহ আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে।

সন্ত্রাস দমন আইন/০৯ (সংশোধনী)/১৪ এর ৬ (২)/ ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে আজিমুদ্দিন হাইস্কুলের কাছে পুলিশের তল্লাশি পয়েন্টে হামলা চালায় একদল জঙ্গি। ওই সময় তাদের ছোঁড়া হাতবোমার বিস্ফোরণে নিহত হন জহিরুল ইসলাম ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য। এসময় দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি। গোলাগুলিতে প্রাণ হারান এক গৃহবধূও।

সূত্র: বাংলামেইল

সর্বশেষ - জাতীয়