শোকের মাসে রাবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

 

ছাত্রলীগ সূত্র জানায়, রক্তদান কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত ছিল। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা রক্ত দেন। কর্মসূচিতে স্বেচ্ছায় প্রদান করা প্রায় অর্ধশত ব্যাগ রক্ত গরীব-দুস্থদের সহায়তার জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘সন্ধানী’র কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ বিশ্বাস করে একের রক্ত অন্যের জীবন বাঁচাই। মানুষকে রক্ত দানে উদ্বুদ্ধ করা ও বঙ্গবন্ধুর আদর্শের পথে দুস্থ্য মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যেই আমাদের এ কর্মসূচি।
স/শ