শেয়ারবাজারে অনিয়ম: আইসিবিকে ৫ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজারে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানির নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এর মধ্যে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে নগদ হিসাবের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান, গ্রাহকদের সিকিউরিটিজ যথাযথভাবে রেকর্ড না রাখা, একই তালিকাভুক্ত ব্যাংকে একের অধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনা, একজন গ্রাহকের নামে একের অধিক স্বতন্ত্র ও যৌথ বিও হিসাব পরিচালনা। যা সরাসরি আইনের লংঘন। এসব অনিয়ম সন্বয়ের জন্য সংস্থাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের সময় দেয়া হয়েছে। এই সমন্বয়ে ব্যর্থ হলে ৫ কোটি টাকা জরিমানা দিতে হবে।

রোববার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায়  এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক  মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও আগামী দিনে এই অনিয়ম অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সময়ের মধ্যে সমন্বয় সম্ভব নয়। ফলে তাদেরকে জরিমানা গুনতেই হচ্ছে।

 

সূত্রঃ যুগান্তর