শুরুতেই রনির উইকেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে অভিষেকে দারুণ শুরু করেছেন আবু হায়দার রনি। বল হাতে নিয়ে প্রথম তিন বলে দুটি চার খান তিনি। এরপর চতুর্থ বলে এহসানউল্লাহ জানাতকে মিঠুনের ক্যাচে পরিণত করেন তিনি। জানাত নিজের ৮ রানে ফিরে যান। আফগানিস্তান ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান তুলেছে। ক্রিজে আছেন মোহাম্মদ শাহজাদ এবং রহমত শাহ।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান।

বাংলাদেশ দল এ ম্যাচে তিনি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ওপেনে দেখা যাবে নাজমুল ইসলাম শান্তকে। দুইয়ে মুমিনুল হক এবং মুস্তাফিজের বদলে দলে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার আবু হায়দারকে।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি এ ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। আর মাত্র ৪ উইকেট পেলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট বসবে তার নামের পাশে। এছাড়া পেসারদের মধ্যে তিনি হবেন ১৭তম ২৫০ উইকেট পাওয়া পেসার।

বাংলাদেশ দল: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার, রুবেল হোসেন।

আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, এহসানউল্লাহ জানাত, রহমত শাহ, আসগর আফগান, হাসমতউল্লাহ শাহিদি, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবাদিন নবী, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।