শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী’র মৃত্যু বার্ষিকী পালিত

বাগমারা প্রতিনিধি;
রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ গোলাম রব্বানী’র ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যান থাকা অবস্থায় ২০০০ সালের ১৬ ই জানুয়ারি সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে নির্মম ভাবে জবাই করে হত্যা করে।

জীবিত অবস্থায় একটি মাদ্রাসা ,মসজিদসহ অনেক উন্নয়নমূলক কাজ করেন এবং সর্বদায় দেশের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। তিনি আ’লীগের একজন বলিষ্ঠ নেতাও ছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার মরহুম চেয়ারম্যান গোলাম রব্বানী’র রুহের মাগফেরাত কামনায় সকালে নিজ বাসভবন মচমইলে কোরআন খানি এবং বাদ যোহর কবর জিয়ারত করা হয়। চেয়ারম্যান গোলাম রব্বানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি মরহুম গোলাম রব্বানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

স/অ