মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পয়লা মাঘ সন্ধে হলেই অশরীরির আগমন হয় বীরভূমের এই গ্রামে

Paris
জানুয়ারি ১৬, ২০১৮ ৬:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠিক দুপুর বেলা, ভূতে মারে ঢেলা৷

এই কথাটা আমি, আপনি অনেকেই শুনেছি৷ হয়তো শুনেছেন বীরভূমের নাগরি গ্রামের বাসিন্দারাও৷ কিন্তু বছরের একটা দিন অন্তত ভরদুপুরে ভূতের ঢিল ধেয়ে আসার আতঙ্কে ভুগতে হয় না ওই গ্রামের বাসিন্দাদের৷ বরং পয়লা মাঘ রাতেই কখন উড়ে আসবে ভূতের ঢিল, সেই আতঙ্কই তাড়া করে তাঁদের৷

 আর এই ভয় তাঁদের মনে হালে ঢোকেনি৷ বরং বাপ-ঠাকুরদার মুখ থেকেই তাঁরা শুনেছেন এই ভয়ের কথা৷ কী সেই ভয়৷ নাগরি গ্রামের এক বাসিন্দা জানালেন, প্রতি বছর পয়লা মাঘ তাঁদের গ্রামে মেলা বসে৷ যে মেলার নাম ব্রহ্মদৈত্যর মেলা৷ প্রায় ২৫০ বছর ধরে এই মেলা চলে আসছে৷ একদিনের জন্যই মেলার আসর বসে৷ আর তা শেষ হয়ে যায় সন্ধ্যা নামার আগেই৷ গ্রামবাসীদের বক্তব্য, রাত হয়ে গেলে মেলায় উড়ে এসে পড়ে ব্রহ্মদৈত্যর ঢিল৷ সেই ভয়েই সন্ধ্যা নামার আগে মেলা তুলে নেওয়া হয়৷

যদিও দিনভর মেলায় ভালই ভিড় হয়৷ দোকানিদের বিকিকিনিও হয় ভাল৷ তাই মেলার স্থায়িত্ব বাড়াতে তৎপর আয়োজক কমিটি৷ কিন্তু সেই উদ্যোগ কখনই সফল হয়নি বলে দাবি কমিটির সদস্য দিব্যেন্দু রায়ের৷ তিনি বলেন, ‘‘যতবার দু’দিনের মেলা করার চেষ্টা করেছি৷ ততবারই কোনও না কোনও অঘটন ঘটেছে৷’’ ফলে মেলার স্থায়িত্ব বাড়েনি৷ তাই প্রতিবারের মতো এবারও সোমবার সন্ধ্যা নামার আগেই শেষ হয়েছে মেলা৷ কলকাতা 24

সর্বশেষ - বিচিত্র