শুকরিয়া, নিরাপদে বাড়ি ফিরতে পারছি: মুশফিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে ফিরতে পারছি এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

শুক্রবার হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে সন্ত্রাসীরা। এতে নিহত হন প্রায় অর্ধশতাধিক। সেই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটাররা। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। ক্রাইস্টচার্চের সবচেয়ে বড় মসজিদ ডিন্স এভিনিউর আল নুর মসজিদে প্রথমে নৃশংস এ হামলা চালানো হয়। পরে আরেক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী পাশের লিনউড মসজিদে হামলা চালায়। হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল রাতেই নিউজিল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। আজ রাত পৌনে ১১টায় বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি এসে পৌঁছানের কথা রয়েছে।