শীতের প্রকপ বেশি থাকায় আমের মুকুল আসতে বিলম্বিত


প্রদীপ কুমার সাহা, সাপাহার :
আমের বাণিজ্যিক রাজধানী “ব্রান্ডিং সাপাহারে শীতের প্রকপ একটু বেশি থাকায় আমের মুকুল আসতে বিলম্বিত হচ্ছে। উপজেলার কিছু আম বাগান ঘুরে দেখা গেছে সব বাগানে মুকুলের এখনো দেখা মেলেনি, তবে কিছু কিছু গাছে মুকুল অল্প পরিসরে এসেছে। এবিষয়ে উপজেলার আমচাষীরা বেশ চিন্তিত, তবে অনেক কৃষক উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন এবং সে মোতাবেক গাছের পরিচর্যা করছেন।

২৫ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় এমনটিই জানিয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি সিল্কসিটিকে জানান, এবারে এই উপজেলায় ৯ হাজার ২৭০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, প্রতি বছর এ উপজেলায় আম বাগান বৃদ্ধি হচ্ছে, এখন পর্যন্ত প্রায় ১০% জমিতে বা আম গাছে মুকুল এসেছে এবং খুব শিঘ্রই বাকী গাছগুলোতে মুকুল আসবে।

তিনি আরও জানান, জানুয়ারী মাসের প্রথম দিক থেকে মাঝামাঝি সময়ে প্রতিপি বাগানে মুকুল আসার সময় থাকলেও শীতের প্রকপ একটু বেশি থাকায় আমের মূকুল আসতে বিলম্বিত হচ্ছে, তবে শীত আর একটু কমে গেলেই স্বাভাবিক ভাবেই প্রতিটি আম গাছে মুকুল আসবে। আবহাওয়া অনকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।