শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন নারীনেত্রী রেনী

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের ৩১টি কমিউনিটির দরিদ্র ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর প্রায় ৫০০ জন শীতার্তদের হাতে কম্বল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

এ সময় তিনি বলেন, আমরা একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসবো। প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তবে আমরা একসাথে যেকোন সমস্যা মোকাবেলা করতে পারবো।

রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ।
এ সময় উপস্থিত রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২ নং সংরক্ষিত জোন কাউন্সিলর আয়েশা খাতুন, ৪ নং সংরক্ষিত জোন কাউন্সিলর শিরিন আরা খাতুন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, ইনফ্রাস্টাকচার ডেভলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, ট্রেনার আয়েশা খাতুন, প্রোগ্রাম অফিসার মাহাদী মোহাম্মদ উপস্থিত ছিলেন।