শিশু সৌরভ হত্যাচেষ্টা : আদালতে হাজিরা দিলেন সাংসদ লিটন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিশু শাহাদত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে হাজিরা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে বিচারক শরিফুল ইসলামের আদালতে সশরীরে হাজিরা দেন সাংসদ লিটন। পরে বিচারক আগামী ২৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন (চার্জ) বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর (জিআরও) শফিকুল ইসলাম জানান, সাংসদ লিটন জামিনে আছেন। এর আগে ২৮ জুলাই তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে সশরীরে হাজির হন। পরে বিচারক ২৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন (চার্জ) শুনানি ধার্য করেন।

রাষ্টপক্ষের আইনজীবী শাহীন গুনশান নাহার মুনমুন জানান, সাংসদ লিটনের মামলা আদালতে বিচারাধীন। মামলার পরবর্তী ধার্য তারিখে অভিযোগ গঠন (চার্জ) শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গেল বছরের ২ অক্টোবর সাংসদ লিটনের পিস্তুলের ছোড়া গুলিতে আহত হয় স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)।

এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে সাংসদ লিটনকে একমাত্র আসামি করে ৩ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। সৌরভ উপজেলার গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে। গত ১৫ অক্টোবর থেকে গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত হন লিটন।

সূত্র: রাইজিংবিডি