শিশুর শ্লীলতাহানির অভিযোগে রাজশাহীর শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
শিশুর শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক (ডিডি) মনিরুল আলম ওরফে বরিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার ঝাঁউতলা মোড়ে ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকাল ৩টায় ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে আট বছরের এক কন্যাশিশু ওই এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়েছিল। সে পানিতে সাঁতার কাটছিল। ওই পুকুরে মনিরুলও গোসল করতে নামে। তখন পানিতেই মনিরুল আলম তাঁকে শ্লীলতাহানি করেন। এরপর বাড়ি গিয়ে শিশুটি তাঁর মাকে গিয়ে ঘটনাটি খুলে বলে। তখন ওই শিশুর মা এর প্রতিবাদ জানাতে অভিযুক্তের বাসায় যান। এনিয়ে শ্রম অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে ভুক্তভোগীল পরিবারের সদস্যদের কাটাকাটি হয়। পরে এলাকায় ঘটনাটি জানাজানি হলে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় সোমবার বিকাল ৩টায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে মামলার পর পরই আদালতে পাঠানো হয়েছে।

স/অ