শিরোপা জিতে বার্সাকে খোঁচা মারলেন কোর্তোয়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ, এবারের লিগের মাঝপথে তাদের সঙ্গে কঠিন টক্কর দিয়েছে বার্সেলোনা। গত ২০ মার্চ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা জিতেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তাদের উদ্‌যাপন ছিল লাগাম ছাড়া।

এবার লা লিগার শিরোপা জিতে বার্সার সেই উদ্‌যাপন নিয়ে খোঁচা মারলেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

আলোচিত সেই ম্যাচের সময় রিয়ালের (৬৬ পয়েন্ট) চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সেলোনা (৫৪ পয়েন্ট)। তাই তাদের উন্মত্ত উদ্‌যাপন ভালো লাগেনি রিয়াল তারকাদের। এর ওপর আবার নিজেদের মাঠে হারের লজ্জা তো ছিলই। গতকালএস্পানিওলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর কোর্তোয়া সেই ঘটনা স্মরণ করে বলেন, “তাদের (বার্সেলোনা) উদ্‌যাপন দেখে মনে হয়েছিল যেন শিরোপা জিতে গেছে!”

ঘরের মাঠের সেই পরাজয়ই রিয়ালকে শিরোপা জয়ে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে বলে জানালেন কোর্তোয়া, ‘ক্লাসিকোর পরই আসল মুহূর্তটা এসেছে। আমরা আমাদের ধৈর্য ধরে রেখেছি। সেল্তার পর হেতাফেকেও হারিয়েছি। দুটিই কঠিন প্রতিপক্ষ। লা লিগা জয় আসলে দলীয় প্রচেষ্টার ফল। আমরা সবাই মিলে আক্রমণ করি, সবাই মিলে রক্ষণ করি। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে এসেছি। অনেকেই মনে করেছিল, আমরা শেষ। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ