শিবগঞ্জ সরকারি মডেল স্কুল মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মাববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে একাডেমীক ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে সাবেক শিক্ষার্থীরা। বুধবার সকালে স্কুলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেদি হাসান হিমেল,আশিফ আহম্মেদ সৌরভ,রেজাউল ইসলাম জনি,নাজমুল হক,আরিফ হোসেন রাসেল মাহমুদসহ অন্যরা।

বক্তরা অভিযোগ করে বলেন,শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে একটি মাত্র খেলার মাঠ ছিল। সে মাঠে স্থানীয় শিক্ষার্থীসহ বাজারের মানুষজন খেলাধুলা করত। কিন্তু করোনাকালিন সময়ে হঠাৎ করে স্কুল বন্ধ থাকায় স্কুল কর্তৃপক্ষ ভবণ নির্মাণ শুরু করেছে।

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হারুন অর রশিদ জানান,সম্প্রতি স্কুলের পুরাতন ভবনগুলো নষ্ট হতে যাওয়ায় সরকার একটি একাডেমীক ভবনের অনুমোদন দেয়। যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। তিনি বলেন,শিক্ষার্থীরা মানবন্ধন করছে এটি তাদের একান্ত বিষয়।

তবে স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বিষয়টি দেখবেন।