শিবগঞ্জ পৌরসভায় নির্বাচিত কাউন্সিলর হলেন যারা

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮টি ওয়ার্ডে সাধারণ ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে জবা ফুল প্রতীকে মোসা. নুরেফা খাতুন ২ হাজার ৪’শ ২ ভোট, ২ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকের মোসা. লাকী বেগম ৪ হাজার ২’শ ৮৬ ভোট ও ৩ নম্বর ওয়ার্ডে জবা ফুল প্রতীকে মোসা. রুমি খাতুন ২ হাজার ৯’শ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া ১ ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদে ব্ল্যাকবোর্ড প্রতীকে আব্দুল হক বাদল পান ৫২৯ ভোট, ২ ওয়ার্ড কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকের ফারুক ইসলাম পান ১ হাজার ১৪৮ ভোট, ৩ ওয়ার্ড কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকে জুম্মান আলী পান ১ হাজার ১৮৪ ভোট, ৪ ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকে সাদিকুল ইসলাম সাদেক পান ১ হাজার ৫২৯ ভোট, ৫ ওয়ার্ড কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকে আজিজুল ইসলাম পান ২ হাজার ২২৭ ভোট, ৬ ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকে শাহজাহান আলী পান ১ হাজার ৩১৭ ভোট, ৭ ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকের রাজু আহমেদ পান ৭৭৩ ভোট, ৮ ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীকে আব্দুস সালাম পান ১ হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল কবির এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। তবে ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে উটপাখি প্রতীকের প্রার্থী আবদুস সালাম মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী নির্বাচন করেন। মোট ৩২ হাজার ৯’শ ৭৯ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৪৩২ জন ও ১৬ হাজার ৫৪৭ জন নারী ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

স/রি