শিবগঞ্জে ৪৫তম আন্ত স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে ৪৫ তম আন্ত: স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 
খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় বনাম চককীর্ত্তি হাই স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করে।

খেলায় চককীর্ত্তি হাই স্কুল এন্ড কলেজকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করে শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয়। মেয়েদের মধ্যে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করে চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

 
পরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী।

 
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
স/শ