শিবগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :


২৪ ঘন্টার ব্যবধানে শিবগঞ্জে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে মোট তিন জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউপির জাহাংগীর পাড়ার শামসুদ্দিনের ছেলে বাবু মিয়ার (৬৮) নিজ ঘরে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মরদেহ দুটি হলো- বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের নজর আলীর ছেলে ইদুল হক (৩২) এবং রানিবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (২৫)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল বারেক জানান,পারিবারিক কলহের জেরে রানীবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জুম্মনের আম বাগানের একটি আমগাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইদুল হক নামক এক যুবকের লাশ একই দিন বিকেলে উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,  আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স/আ