শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২

শিবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি ডিগ্রি কলেজ মোড়ে সড়ক দূর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আবদুল লতিফ (৩৫)। সে উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের লাল মোহাম্মদের ছেলে। আহতরা হল- উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের হাবিবুর রহমান হবু (২৮) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতাল এলাকার মো. জিল্লুর রহমানের মেয়ে মোসা: সেলিনা খাতুন (৩০)।

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আবদুল লতিফ ভ্যান চালিয়ে রাণীহাটি কলেজ মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সোনামসজিদগামী একটি বালুভর্তি (ঢাকা মেট্রো চ ০২-০৩৮২) নম্বরের ট্রাক কলেজ মোড়ে পৌঁছলে ভ্যান-রিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ভ্যানচালক নিহত হয়। এ ঘটনায় হাবিবুর রহমান হবু আহত হয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করে। তবে ট্রাককটি আটক করতে পারলেও ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বটতলা নামক স্থানে মোটরসাইকেল-গরুর গাড়ি সংঘর্ষে মোসা: সেলিনা খাতুন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স/বি