শিবগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ গাছ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি থেকে ছত্রাজিতপুর পর্যন্ত মহাসড়কের পাশে কয়েকটি গাছ শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফলে গাছগুলোর অনেক অংশ ইতোমধ্যেই ভেঙে পড়েছে। তবে গাছগুলোর মূল অংশ এখনো দাঁড়িয়ে থাকায় যেকোন মুহুর্তে ব্যস্ততম মহাসড়কের উপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সচেতন মহল মনে করছেন, মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশা কিংবা অন্য যেকোন যানবাহনের উপর গাছগুলো ভেঙে পড়লে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা, হতে পারে মৃত্যু। বিশেষ করে প্রায় দিনই বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়।

মহাসড়কের মাহিন্দ্রা চালক আজিরুল ইসলাম জানান, সম্প্রতি মহাসড়কের বহালাবাড়ি মোড় অতিক্রম করার সময় শুকনা গাছের একটি অংশ তার গাড়ির পেছনে পড়ে। এসময় তার শব্দ পেয়ে যাত্রীরা ভীত হয়ে পড়েন। এরপর থেকে ঝড় উঠলে আর এ এলাকায় থাকলে ভয়ে গাড়ি চালাতে হয়।

অন্যদিকে শিবগঞ্জ-ধাইনগর সড়কের পাশে কয়েকটি গাছ একইভাবে রাস্তার পাশে ভেঙে পড়ে আছে। এলাকাবাসীর দাবি- সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত মরা গাছগুলো মহাসড়কের পাশ থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন।

স/শা