শিবগঞ্জে সার-কীটনাশক বিক্রেতার জরিমানা, মাদকসেবীর জেল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অবৈধ ও ভেজাল সার ও কীটনাশক বিক্রয়ের দায়ে বিক্রেতাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌর এলাকার সেলিমাবাদ খাঁনপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকসেবন ও পরিবহনের অপরাধে হাতেনাতে একজনকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হল- পৌর এলাকার সেলিমাবাদ খাঁনপাড়ার আমিনুল ইসলামের ছেলে তুহিন (২৪)।

এছাড়া ডোমার বালি রং করে সার হিসেবে বিক্রি, মেয়াদউর্ত্তীণ সার বিক্রি ও নিবন্ধন ছাড়া সার ও কীটনাশক বিক্রির অপরাধে দুর্লভপুর বাজারে ও কানসাটের পুকুরিয়া দুটি দোকানে অভিযান চালিয়ে দুজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন।

এ সময় উপজেলা কৃষি অফিস ও শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টে অংশ নেয়। মাদকবিরোধী ও ভেজাল বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

স/অ