শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৮

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ ও বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৮ জন মাদকসেবী ও মাদককারবারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার শাহবাজপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে সোমবার দিবাগত রাত হতে মঙ্গলবার সকাল পর্যন্ত ৫ উপজেলা থেকে ৪০ জন মাদকসেবী ও মাদককারবারীকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবগঞ্জের ৮ জন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দুটি অভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হিরোইন ও ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোলাডাঙ্গা সীমান্তের সীমান্ত পিলার ৪১/৯ হতে বাংলাদেশের দেড়শ গজ অভ্যন্তরে কোদালকাঠি এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম হিরোইন জব্দ করে বিজিবির একটি অভিযানিক দল।

অন্যদিকে মাসুদপুর সীমান্তে অপর একটি বিজিবির অভিযানিক দল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

স/শা