শিবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ আটক-১

 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণের ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪ টায় ২১ লক্ষ ৩০ হাজার জাল রুপীসহ আব্দুল বাসিদ (২৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাল রুপী কারবারী শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় এলাকার মোঃ গোলাম নবীর ছেলে মোঃ আব্দুল বাসিদ (২৮)। সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ এর নেতৃত্বে এক অভিযানে সোমবার ভোর সাড়ে ৪টায় পুকুরিয়া পেট্রোল পাম্পের সামনে হতে আব্দুল বাসিদকে আটক করা হয়। তার নিকট হতে ভারতীয় ২ হাজার জাল রুপির ১১ টি বান্ডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল রুপি ভারতে নিয়ে যাবার উদ্দেশ্যে ঢাকা হতে নিয়ে এসেছে বলে বাসিদ স্বীকার করেছে বলে জানান মাহবুব আলম খাঁন। জিজ্ঞাসাবাদে বাসিদ আরও এক কারবারীর নাম বলেছে কিন্ত তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাবেনা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন। তিনি জানান, সামনে পুজা উপলক্ষে এ জালরুপী ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

স/আ.মি