শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলাম, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আজমুল হক বাদশাসহ অন্যরা। সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

 
অপরদিকে পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে ডাকবাংলো চত্বরে কেক কেটে অনুষ্ঠানে সূচনা হয়। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা যুবলীগের সহ সভাপতি তোহিদুল আলম টিয়া, মেসবাউল হক বাবু, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ।

 

এদিকে বিনোদপুর ডিগ্রি কলেজের প্রভাষক সফিকুল ইসলামের উদ্যোগে মনাকষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিশু শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিশু দিবসে রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, প্রধান শিক্ষক এফাজ উদ্দিন, জিয়াউল হক জিয়াসহ অন্যরা।
স/শ