শিবগঞ্জে প্রতীকী-তেলকুপি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ

করোনা ভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আতঙ্কিত দেশের মানুষ। এর অসম ব্যপ্তি প্রত্যাহিক জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে  ও ব্যহত করছে জনজীবন। বন্দীদশায় থেকে সবচেয়ে অসহায় দিনযাপন করছে সম্বলহীন খেটে খাওয়া মানুষগুলো।

এমন পরিস্থিতির মাঝে ঈদ এসে দরজায় কড়া নাড়ছে। ঠিক এমন পরিস্থিতিতে অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “প্রতীকী – তেলকুপি”।

দেশের এই সঙ্কটাপন্ন মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড তেলকুপির স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতীকী – তেলকুপি” প্রাথমিক পর্যায়ে গ্রামের ১০৩ টি এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।

উপহার সামগ্রীতে রয়েছে ৮ ধরণের খাদ্য সামগ্রী ও নগদ ২০০ করে টাকা । যার মধ্যে সেমাই – ২ টা , চিনি – ১ কেজি, আটা -১ কেজি, পাপড়- ১ টি, পেঁয়াজ – ১ কেজি, লবণ – ১ কেজি, তেল – ১/২ লিটার, সাবান ৷

এদিকে এই দুস্থ পরিবার গুলো ঈদের দিনে কি রান্না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল।”প্রতীকী – তেলকুপি” এর উপহার সামগ্রী পেয়ে স্থবির হয়ে পড়া এইসব কর্মহীন মানুষের কয়েকদিনের গতি হবে বলে আশাবাদ করেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন অত্র গ্রামের বিভিন্ন পেশায় কর্মরত চাকুরিজীবী, ব্যবসায়ী, স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক- শিক্ষার্থীরা। উক্ত সংগঠনটি সূচনালগ্ন থেকেই তত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও গ্রামের সচেতন নাগরিক। “প্রতীকী – তেলকুপি” মূলত সম্মিলিত উদ্যোগে গড়া অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।