শিবগঞ্জে নারী উন্নয়ন ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ইউনিয়ন পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম, নারীদের সচেতনতা ও নারীদের ক্ষমতায়ন এর উপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. সায়েমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আ.ক.ম তাবারিয়া চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুন নাহার, সচিব নুরুল ইসলাম আজাদ প্রমূখ। কর্মশালায় ধাইনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বাল্য বিবাহ, বহু বিবাহ, যৌতুক প্রথা, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
স/শ