নতুন ল্যাপটপ জেনবুক ৩ ডিলাক্স

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জেনবুক সিরিজের নতুন ভার্সন ‘জেনবুক ৩ ডিলাক্স-ইউএক্স ৪৯০ইউএ’ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেড।

ইন্টেল সপ্তম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসরের ল্যাপটপটি আসুসের হাইএন্ড সিরিজ হিসেবেই গণ্য করা হয়।

ল্যাপটপটিতে রয়েছে এক টেরাবাইট স্টোরেজ ও ২১৩৩ বাস স্পিডের ১৬ জিবি র‍্যাম। এসআরজিবি ফুল এইচডি ডিসপ্লে।

 

১০০০:১ টিভি গ্র্যাড কন্ট্রাক্ট রেশিও এবং ডিসপ্লের উপরি ভাগে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। ডাটা ট্রান্সফারের জন্য আছে থান্ডারবোল্ট কানেক্টিভিটি যার স্পিড ৪০ জিবিপিএস। এটি ইউএসবি ৩ থেকে ৮ গুণ বেশি দ্রুত কাজ করে বলে দাবি আসুসের।

ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ পর্যন্ত র্চাজ করা সম্ভব। সাউন্ড সিস্টেমে ব্যবহার হয়েছে হারমান কারডন সার্টিফাইড এফেক্ট। এর ওজন মাত্র ১.১ কেজি।

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশে ল্যাপটপটির মূল্য র্নিধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার টাকা।

ইমরান হোসেন মিলন

 

 

সূত্র:টেক  শহর