শিবগঞ্জে জয়িতা সংবর্ধনার ক্রেস্ট ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।

এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলাম, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্ন সমিতির সুবিধাভোগীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন।

শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চলতি বছর পাঁচ ক্যাটাগরীতে ৫ জনকে জয়িতা সংবর্ধনার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও।

স/শা